Type to search

নড়াইল সদর থানায় ওপেন হাউজডে’ অনুষ্ঠিত।

নড়াইল

নড়াইল সদর থানায় ওপেন হাউজডে’ অনুষ্ঠিত।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইল সদর থানা চত্বরে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার),পুলিশ সুপার, নড়াইল। সকাল ১১:৩০মিনিটে। এসময় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, মাদক, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, দুর্নীতি দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। এ সময় তিনি যথাসময়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত কবীর এর সভাপতিত্বে এ সময় তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগ, আঞ্জুমান আরা, পৌর মেয়র;ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে সকলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।