Type to search

হতে চাই 

সাহিত্য

হতে চাই 

বিলাল মাহিনী
বৃক্ষ হতে চাই
ওরা নিজেকে পুড়িয়ে খাওন পাকায় মানুষের, ফুল-ফল দেয় নিজেকে বঞ্চিত করে।
পিঁপড়ার মতো পরিশ্রমী হতে চাই
কেনো জানো?
পিঁপড়া খুবই কর্মক্ষম
সে তার নিজ দেহের ওজনের চেয়ে ঢের ভারী খাওন বহন করতে পারে।
হতে চাই পিঁপড়ার মতো দলবদ্ধ
ওরা সর্বদা দল বেঁধে থাকে
সুখে-দুঃখে, শান্তি বা সংকটে।
মৌমাছি হতে চাই
ওরা অন্যের জন্য মধু আহরন করে
ওদের তিল তিল করে জমানো ওষুধে বাঁচে মানব প্রাণ।