Type to search

রাস্তা দখল করে টয়লেট নির্মান করলে ব্যাংক কর্মকর্তা

সাতক্ষীরা

রাস্তা দখল করে টয়লেট নির্মান করলে ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা মহানন্দ মন্ডল নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জনসাধারনের চলাচলের রাস্তা  দখলের অভিযোগ উঠেছে
এই ঘটনার প্রতিকার চেয়ে তালা  নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী  নগেন্দ্রনাথ সরকার।  অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা একই এলাকার  গোপাল মন্ডলের ছেলে। তিনি সাতক্ষীরায়  রুপালী ব্যাংকে প্রিস্নিপাল অফিসার হিসাবে কর্মরত আছেন বলে জানা গেছে।  অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকার মহাদেবের সাথে ৬৩৪৬ও ৬৩৪৭দাগে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল নগেন্দ্রনাথ সরকারের সাথে । কিছুদিন আগে  ওই ব্যাংক কর্মকর্তা জোর পূর্বক জনসাধারনের ব্যাবহারিত ভুক্তভোগীর জমির রাস্তাটি দখল করে টয়লেট নির্মান করে । এসময়  বাঁধা দিতে গেলে তাকে খুন জখম করা হুমকি দেয় বলে এমন অভিযোগ ভুক্তভোগীর।পরবর্তীতে কোন  উপায় না পেয়ে তালা নির্বাহী কর্মকর্তার দারস্ত হন তিনি। অভিযোগ অস্বীকার করে ওই ব্যাংক কর্মকর্তা মহানন্দ মন্ডল জানান, ওই সম্পত্তি আমার পৈত্রিক। আমার সম্পত্তিতে আমি টয়লেট নির্মান করেছি। ওই রাস্তাটি আমাদের  পারিবারিক । নগেন্দ্রনাথ  আমার নামে মিথ্যা অভিযোগ করে হয়রানি করেছে বলে দাবী করেন তিনি।
তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী  কর্মকর্তা রহুল কুদ্দস জানান, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।