Type to search

চৌগাছায় সরকারি বেড়গোবিন্দপুর বাওর হিজারা হস্তান্তর ও মাছের পোনা অবমুক্ত

চৌগাছা

চৌগাছায় সরকারি বেড়গোবিন্দপুর বাওর হিজারা হস্তান্তর ও মাছের পোনা অবমুক্ত

শ্যামল দত্ত চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সরকারী বেড়গোবিন্দ বাওড় বেরগোবিন্দপুর ও মোনমোতপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছে হিজারা দখল হস্তান্তর ও বাওড়ে ২০০ মন
মাছের পোনা অবমুক্ত। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১২টার সময়ে বাওড়ের নিজ কার্যালয় বেড়গোবিন্দপুর ও মোনমোতপুর মৎস্য জিবী সমবায় সমিতি লিঃ এর হিজারা দখল বুঝিয়ে দেওয়া এক অনুষ্ঠানে চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আবুল কাশেমর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, এস আই শামিম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়গোবিন্দপুর ও মোনমোতপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ এর সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক হাছান আলী,মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি বিশ্বনাথ বসু,ধুলিয়ানী ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পরিতোষ বিশ্বাস,সাধারণ সম্পাদক দীপঙ্কর বিশ্বাস, চৌগাছা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবর রহমান হাবিব,ইউপি সদস্য ইনুচ আলী হিজার ও স্থানে গণমান্বিত অবস্থিত ছিলেন। দখল হস্তান্তর অনুষ্ঠান শেষে বাওড়ের ২০০ মন মাছের পোনা অবমুক্ত করা হয়।