Type to search

যশোরে ডিবি’র অভিযানে রাসেল হত্যার আসামী এনামুল সহ গ্রেফতার-০২

যশোর

যশোরে ডিবি’র অভিযানে রাসেল হত্যার আসামী এনামুল সহ গ্রেফতার-০২

 

 

 

 

প্রেস নোট:যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমেিএবং মারুফ আহম্মদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে  ডিবি’র পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মাসুম কাজী সহ অন্যান্য অফিসার ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে আজ ইং-১০/০৬/২০২০ তারিখ রাত্র অনুমান ০০:৪০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন মীর্জাপুর এলাকা হইতে আসামী এনামুলকে গ্রেফতার করিয়া তাহার স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক বালিয়া ভেকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মফিজুরকে গ্রেফতার করে তাদের উভয়ের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক আসামী মফিজুরের বসত বাড়ী হইতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার তৈরি ধারাল গাছি দাঁ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা ১। এনামুল (৩৩), পিতা-মো:ইনছার আলী, গ্রাম:-বড় ভেকুটিয়া, ২। মফিজুর (২০), পিতা- মশিয়ার রহমান, সাং-বালিয়া ভেকুটিয়া মাঠপাড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোর ।উদ্ধারকৃত আলামতঃ ০১। হত্যা কাজে ব্যবহ্নত ০১(এক) টি ধারালো গাছি দাঁ।

গত  ইং ১৫/০৪/২০২০ তারিখ রাত্র ০৮:০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন ভেকুরিয়া গ্রামের আবু সালেক মৃধা এর ছেলে ১। মোঃ সাব্বির আহম্মেদ রাসেল, ২। মোঃ আল আমিন দ্বয় সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মী, বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়াস্থ জনৈক রবিউল ইসলাম বাবু(৩২), পিতা-মোঃ আবু তালেব এর মুদি দোকানের সামনে দেশে মহামারী করোনা ভাইরাস উপলক্ষ্যে জনসাধারনের মাঝে ত্রান বিতরনের তালিকা করার সময় প্রতিপক্ষ শহিদ মেম্বারের সহযোগি সামিরুলগংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষে সামিরুল গং শহিদ মেম্বারের নির্দেশ মোতাবেক ১। মোঃ সাব্বির আহম্মেদ রাসেল, ২। মোঃ আল আমিন দ্বয় কে দেশীয় অস্ত্র ধারালো গাছি দাঁ দ্বারা কোপাইয়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। ঐ দিনই মোঃ সাব্বির আহম্মেদ রাসেল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করে। এই সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৩১, তারিখ-১৬/০৪/২০২০ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পুলিশ সুপার, যশোর মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা, যশোর তদন্তভার গ্রহন করেন।