Type to search

মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের স্মারকলিপি প্রদান 

শিক্ষা

মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের স্মারকলিপি প্রদান 

 

ভ্রাম্যমান প্রতিনিধি: সদ্য প্রকাশিত জনবল সংশোধনীতে(২৯/৩/২০২১) বেসরঃঅনার্স-মাস্টার্স শিক্ষকবৃন্দের পদ অন্তর্ভুক্ত না থাকা ও প্রকাশিত নীতিমালাতে এ বিষয়ে কোন প্রকার সুস্পষ্ট বিধির উল্লেখ না থাকাতে হতাশা ব্যক্ত করে   গত ১৩/৪/২০২১ তারিখে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংগঠনে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃমনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিল্টন মন্ডল স্বাক্ষরিত এ স্মারকলিপিতে দ্রুততম সময়ের মধ্যে এই শিক্ষকদের জীবনমান উন্নয়নে যে কোন পন্থায় হয় এমপিও/বাকি অনার্স কলেজগুলো জাতীয়করণের দাবি করা হয়। উল্লেখ্য, ১৯৯৩সাল থেকে এখন পর্যন্ত একই এমপিও ভুক্ত  ডিগ্রি কলেজে এইচ এস সি ও ডিগ্রি স্তরের শিক্ষকরা এমপিও সুবিধা পেলেও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা দীর্ঘ ২৯বৎসরেও এমপিও সহ সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অথচ,একই প্রক্রিয়া ও যোগ্যতায় উত্তীর্ণ হয়েই একই প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত তাঁরা। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন,”একই যোগ্যতা ও প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হয়েও একই প্রতিষ্ঠানে সম পদে এ বৈষম্য কোনভাবেই মেনে নেয়া যায় না! তিনি দ্রুত এই ২৯বৎসরের ননএমপিও অভিশপ্ত শিক্ষকবৃন্দের অর্থনৈতিক মুক্তিতে সংশ্লিষ্ট পক্ষ /সরকারের কার্যকর পদক্ষেপ আশা করেন। “