Type to search

২১ বছরেও শেষ হয়নি সাংবাদিক শামছুর হত্যার বিচারকাজ

জেলার সংবাদ

২১ বছরেও শেষ হয়নি সাংবাদিক শামছুর হত্যার বিচারকাজ

অপরাজেয়বাংলা ডেক্স: ২১ বছরেও শেষ হয়নি সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচারকাজ। তার মৃত্যুবার্ষিকীতে ক্ষোভ জানিয়েছে পরিবার ও যশোরের সাংবাদিকরা।

ঘাতকদের বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন। এছাড়া মৃত্যুবার্ষিকী ঘিরে স্বাস্থ্যবিধি মেনে কালো ব্যাজ ধারণ, কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে।

২০০০ সালের ১৬ই জুলাই যশোর জনকণ্ঠ অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয় জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমানকে। সেসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি চোরাচালান সিন্ডিকেট ও কোটচাঁদপুরে হুন্ডি ব্যবসার খবর নিয়ে প্রতিবেদন করেছিলেন তিনি। এর কারণে বেশ কয়েকবার তোপের মুখে পড়তে হয় তাকে।

প্রসঙ্গত এ মামলার চার্জশীটভুক্ত ১৬ জনের মধ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী মুশফিকুর রহমান হিরক পুলিশের খাতায় পলাতক রয়েছে। আরেক আসামি খুলনার ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান লিটু র‌্যাবের ক্রসফায়ারে, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন কালু হার্টস্ট্রোকে এবং যশোর সদরের চুড়ামনকাটির আনারুল প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। বাকি আসামিরা জামিনে রয়েছেন।

সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *