Type to search

বিশ্ব ধরিত্রী দিবস আজ

আন্তর্জাতিক

বিশ্ব ধরিত্রী দিবস আজ

অপরাজেয় বাংলা ডেক্স : আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছর আজকের দিনে পালন করা হয় এই দিবসটি। ‘রিস্টোর আওয়ার আর্থ’ প্রতিপাদ্য নিয়ে ৫১তম বিশ্ব ধরিত্রী দিবস পালিত হচ্ছে।।

পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য করে তুলতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে বিশ্বজুড়ে মানুষ মহামারির সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন করোনা মহামারির কারণে থমকে আছে বিশ্ব। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। ভার্চুয়াল এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের নেতার অংশগ্রহণ করবেন।

১৯৭০ সালে জলবায়ু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে  রাস্তায় নামে যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সে বছরই মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। দিবসটি আন্তর্জাতিকভাবে পালন শুরু হয় ১৯৯০ সালে। আর্থ ডে নেটওয়ার্কের আয়োজনে বর্তমানে বিশ্বের ১৯৩ টিরও বেশি দেশ এই দিবসটি পালন করে থাকে।সূত্র,ডিবিসি নিউজ