Type to search

অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ

অভয়নগর

অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ

নিহত ইউপি সদস্য উত্তম সরকারের মা, স্ত্রী ও দুই ছেলের আহাজারি। মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের বাড়িতে

নিহত ইউপি সদস্য উত্তম সরকারের মা, স্ত্রী ও দুই ছেলের আহাজারি। মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের বাড়িতে

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে (৩৮) গুলি করে হত্যার কারণ উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় মামলা হয়নি। হত্যায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

তবে সুন্দলী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য অর্ধেন্দু মল্লিককে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অর্ধেন্দু নিহত উত্তম সরকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সুন্দলী ইউপি নির্বাচনে উত্তম অর্ধেন্দুকে ৬১ ভোটে পরাজিত করে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উত্তম সরকারকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।