Type to search

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৫ কোটি ৮৩ লাখ 

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৫ কোটি ৮৩ লাখ 

 

 

অপরাজেয় বাংলা ডেক্স : বিশ্বজুড়ে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৬৬০ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৩২ লাখ ৯৬ হাজার ৫৬১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ’ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৫৮৭ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জন। এর মধ্যে ২ লাখ ৪২ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৮শ’ জন।

এখন পর্যন্ত ভারতসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *