Type to search

বাঘাপাড়ায় টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিতে লিখিত আবেদন

শিক্ষা

বাঘাপাড়ায় টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিতে লিখিত আবেদন

বাঘারপাড়া প্রতিনিধি :

উপজেলা সদরের বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের
অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে দুটি
পদে নিয়োগ চুড়ান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়োগ প্রক্রিয়া সাময়িক
স্থগিত করতে ৫ ডিসেম্বার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত আবেদন
করেছেন পরিচালনা কমিটির তিন সদস্য।
আবেদন সূত্রে জানা গেছে, বাঘারপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও অফিস
সহকারি কাম কম্পিউটার অপরেটর নামের দুটি পদ অবসরজনিত কারনে শুন্য হয়। শুন্য
এ পদে নিয়োগ সম্পন্ন করার জন্য গত ৩ ডিসেম্বার পরিচালনা কমিটির সভা
আহŸান করেন অধ্যক্ষ আব্দুল মতিন। সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পর এ
নিয়োগ প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেন পরিচালনা কমিটির সদস্যরা। তারপরও
দ্রæত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন কলেজটির অধ্যক্ষ ও
সভাপতি এমপি পুত্র রাজিব রায়। লিখিত আবেদনে আবেদনকারীরা আরও উল্লেখ
করেছেন, বড় অংকের অর্থের বিনিময়ে দ্রæত এ নিয়োগ প্রক্রিয়া শুরু করলে
এলাকায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা আছে। অবৈধ এ নিয়োগ
প্রক্রিয়া সাময়িক স্থগিত করতে লিখিত আবেদন করেছেন কলেজ পরিচালনা
কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, দাতা সদস্য
ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার ও অভিভাবক সদস্য উপজেলা ভাইস
চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা।
এ বিষয়ে অভিভাবক সদস্য আব্দুর রউফ বলেন, আমরা সবাই অধ্যক্ষ মহোদয়কে
বুঝানোর চেষ্টা করেছি। তাঁকে এও বলেছি সামনে নির্বাচন। আপনি সংসদ
নির্বাচনের পর এ নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। কোনোভাবেই সে কথা শুনছে না।
তাই লিখিত আবেদন করেছি। তিনি আরও বলেন, টাকা তাঁদের নেওয়া হয়ে গেছে
তাই যেকোনো মূল্যে নিয়োগ চুড়ান্ত করতে চায়।
বক্তব্য জানতে কলেজ অধ্যক্ষ আব্দুল মতিনের কাছে মোবাইলে যোগাযোগ করা হলে
ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি আবেদন প্রাপ্তির বিষয়
স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।