Type to search

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির উদ্যোগে ১৩৮তম ঐ‌তিহা‌সিক মহান মে দিবস পালিত

অভয়নগর

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির উদ্যোগে ১৩৮তম ঐ‌তিহা‌সিক মহান মে দিবস পালিত

  প্রেস বিজ্ঞপ্তি
আজ ১ মে ২০২৩ সোমবার ১৩৮তম ঐ‌তিহা‌সিক মহান আন্তর্জা‌তিক শ্রমিক সংহ‌তি দিবস তথা মে দিবস পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের অভয়নগর থানা কমিটির উদ্যোগে
লাল পতাকা মিছিল ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। বিকাল ৪ টায় লাল পতাকা মিছিলটি নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নৌযান কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল সাড়ে ৪ টায় থানা সভাপতি শ্রমিকনেতা রেজাউল করিমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি জননেতা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে আরও বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সভাপতি শ্রমিকনেতা ইসমাইল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার, সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখার যুগ্ম-সম্পাদক রুবেল মাস্টার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন অভয়নগর থানা সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ গাজী, নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আল মামুন শেখ প্রমুখ। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইন।
নেতৃবৃন্দ বলেন, আমরা এমন একটা সময় ১৩৮তম মহান মে দিবস পালন করছি যখন সারা পৃথিবীব্যাপী সমস্যা-সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার ধারাবাহিকতায়  আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বিশ্বকে একটি অন্যায় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করছে, যা কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদকে বৃদ্ধি করছে। আগামী সম্ভাব্য বিশ্বযুদ্ধের বাস্তবতায় পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশে ফ্যাসিবাদ ও নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী দেশে স্বৈরতান্ত্রিক শাসনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।  যুদ্ধজনিত পরিস্থিতি ও অর্থনৈতিক মন্দার ফলে পৃথিবীর দেশে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মূল্যবৃদ্ধি বিশ্ব শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আন্তর্জাতিক পরিস্থিতির অংশ ও অধীন ‌হি‌সে‌বে জাতীয় পরিস্থিতিতে স্বৈরতান্ত্রিক শাসন দিনে দিনে আরো পাকাপোক্ত করার ধারাবাহিকতায় সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজি ও দালালপুঁজির স্বার্থ রক্ষায় জনস্বার্থের অজুহাত তুলে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত শ্রমিকের ধর্মঘট করার অধিকার হরণের হীনতৎপরতা চলছে। ‌নেতৃবৃন্দ ব‌লেন, “অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩” মেনে নেওয়া শ্রমজীবী মানুষের পক্ষে আত্মঘাতির শামিল হবে। তাই এ বিল আইনে পরিণত করার অপতৎপরতা বিরুদ্ধে সকল শ্রমজীবী মানুষকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। একইসাথে শ্রমিক অঙ্গনে ক্রিয়াশীল সাম্রাজ্যবাদের দালাল ও মালিকগোষ্ঠির স্বার্থ রক্ষাকারী আপোষকামী সুবিধাবাদী বেঈমান নেতাদের বিষাক্ত প্রভাব থেকে মুক্ত করা। মে দিবসে শ্রমিকশ্রেণির সংহতির মধ্য দিয়ে যে মৌলিক কর্তব্য সামনে এসেছে তা‌কে শ্রমিক‌দের বাজারদ‌রের সা‌থে সঙ্গ‌তি রে‌খে নিম্নতম মজুরি বৃ‌দ্ধির দা‌বিকে মজু‌রি দাস‌ত্বের শৃঙ্খল মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রা‌মে প‌রিণত করতে হ‌বে।