Type to search

প্লট-ফ্ল্যাট কেনা-বেচার ডাটাবেজ করতে রিহ্যাবকে দুদকের চিঠি

জাতীয়

প্লট-ফ্ল্যাট কেনা-বেচার ডাটাবেজ করতে রিহ্যাবকে দুদকের চিঠি

অপরাজেয় বাংলা ডেক্স
রাজধানীর সব ফ্ল্যাট-প্লট ও কমার্শিয়াল স্পেস কেনা-বেচার ডাটাবেজ করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব বাংলাদেশ-রিহ্যাবকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের মহাপরিচালক সাঈদ মাহবুব খান রিহ্যাবের প্রেসিডেন্টের কাছে ডাটাবেজ তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠান।

এতে বলা হয়েছে, অনুসন্ধান ও তদন্তের প্রয়োজনে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্লট-ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস ইত্যাদির বিষয়ে রিহ্যাবের কাছে তথ্য চাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রিহ্যাবের কাছে প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে না। এ কারণে দুদক সময়মতো তথ্য না পাওয়ায় তদন্ত কাজও ঠিক সময়ে শেষ হয় না।

দুদক মনে করছে, এসব কেনা-বেচা ডিজিটালাইজেশনের জন্য ডাটাবেজ করা জরুরি।

 

সূত্র, DBC বাংলা