Type to search

মাথায় পাখির মলত্যাগে ক্ষুব্ধ রামেক হাসপাতালের পরিচালক: গাছের ডাল কেটে হাজারো পাখি বিতাড়িত

জেলার সংবাদ

মাথায় পাখির মলত্যাগে ক্ষুব্ধ রামেক হাসপাতালের পরিচালক: গাছের ডাল কেটে হাজারো পাখি বিতাড়িত

মাথায় পাখির মলত্যাগে ক্ষুব্ধ হয়ে শতাধিক গাছের ডাল কেটে হাজারো পাখি বিতাড়িত করলেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক।

 

পাখিরা নাকি মলত্যাগ করেছিলো হাসপাতাল পরিচালকের মাথায়, তাতেই ক্ষুব্ধ হন তিনি। শতাধিক গাছের ডালপালা কেটে বিদায় করেছেন হাজার হাজার পাখি। পাখির সাথে শত্রুতায় মেতে উঠেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তার এমন কাণ্ডে ক্ষুব্ধ সুশীল সমাজ।

লকডাউনে নিরাপদ আশ্রয় ভেবে হাজার হাজার পাখি বাসা বেঁধেছিলো রাজশাহী মেডিক্যালের গাছগুলোতে। পাখির কলকাকলিতে মুগ্ধ ছিলো হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই। সম্প্রতি হাসপাতালে যোগ দেন নতুন পরিচালক। কিন্তু অবুঝ পাখিরা না বুঝেই কর্তা ব্যক্তির মাথায় মলত্যাগ করে বসে। এতে পাখিদের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেন হাসপাতালের পরিচালক। সোমবার দিনভর হাসপাতালের সব গাছের মাথা ও ডালপালা কেটে দেন তিনি।

আশ্রয় হারিয়ে উধাও পাখিরা। নেই কিচিরমিচির শব্দ। নেই আর সেই মনোমুগ্ধকর দৃশ্য। পাখি তাড়িয়েও অনুতপ্ত নন হাসপাতাল পরিচালক। উল্টো বলছেন, হাসপাতাল কখনোই পাখির অভয়াশ্রম হতে পারে না।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, মানুষই দখল করেছে প্রকৃতি। বর্তমান হাসপাতালও একসময় ছিলো গাছপালা, পাখি ও প্রকৃতির অংশ।

হাজারো শামুকখোল পাখির আগের আবাস ছিলো রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বড় বড় গাছে। গত বছর ওখানকার গাছ কেটে ফেললে পাখিরা এ বছর আশ্রয় নিয়েছিলো হাসপাতালের গাছে। এবার এখান থেকেও বিতাড়িত পাখিরা।

সূত্র, DBC বাংলা