Type to search

পুলিশের উদ্যোগে বীর শহিদদের স্মরণে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য

জেলার সংবাদ

পুলিশের উদ্যোগে বীর শহিদদের স্মরণে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য

অপরাজেয় বাংলা ডেক্স

 

গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

 

বুধবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনস্‌ সামনে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ভাস্কর্যটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধনীতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে নির্মিত ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহিদদের প্রতি শ্রদ্ধার নির্দশন।’

এ সময় জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের র্ভাচুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সূত্র, DBC বাংলা