Type to search

নওয়াপাড়ায় সাংস্কৃতিক ব্যক্তিত্য এম রফিক রনির স্মরন সভা

অভয়নগর

নওয়াপাড়ায় সাংস্কৃতিক ব্যক্তিত্য এম রফিক রনির স্মরন সভা

স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া ইনিস্টিটিউট এর কলতান বিভাগের সাংস্কিৃতিক শিক্ষক,সাংস্কৃতিক ব্যক্তি এম এ রফিক রনি এর স্মরনে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে শিবু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন ইনষ্টিটিউটের সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, সহ সভাপতি মোবারক হোসেন সরদার, কলতান বিভাগের সাংস্কৃতিক শিক্ষক দেবব্রত দাস, আতিয়ার রহমান,মো: নজরুল ইসলাম, বঙ্গবন্ধ’ সাংস্কৃতিক জোটের অভয়নগর উপজেলা সভাপতি হারুন আল আজিজ, খাদিজা সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী ইকবাল কবির, কলতানের শিক্ষক তৃপ্তি বিশ্বাস, বিশিষ্ট কন্ঠশিল্পী শ্রাবন্তী মল্লিক, কন্ঠশিল্পী আলমগীর হোসেন, আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নওয়াপাড়া ইনষ্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জি এম মনিরুজ্জামান মনি। বক্তারা এম এ রফিক রনির কর্মময় জীবনের ওপর আলোচনা করেন।
নওয়াপাড়া ইনষ্টিটিউটের কলতান বিভাগের শিক্ষক এম এ রফিক রনি গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নওয়াপাড়ার নিজ বাড়িতে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।
আব্দুল্লাহ সুমন।