Type to search

পাটকেলঘাটায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন

সাতক্ষীরা

পাটকেলঘাটায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন

 

প্রতিনিধি, সাতক্ষীরা
পাটকেলঘাটায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাটকেলঘাটা এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) আরাফাত হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের টেকনিক্যাল ইনস্পেক্টর সুনিল মন্ডল, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, রাকিব অটো রাইচ মিলস এর স্বত্ত্বাধিকারী ইবাদুল ইসলাম, ও এমএস ডিলার আব্দুর রব পলাশ, কৃষক প্রতিনিধি শেখ নাজমুল হাসান মিঠু প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাটকেলঘাটা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রেজা।
তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা যায়, তালায় এবার ৫৬৫ মেট্রিক টন ধান এবং ২ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩০ টাকা এবং সিদ্ধ চাউল ৪৪ টাকা দরে ক্রয় করা হবে।