Type to search

চৌগাছায় দলিত নারী ফোরাম এর মানববন্ধন

চৌগাছা

চৌগাছায় দলিত নারী ফোরাম এর মানববন্ধন

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) থেকেঃ

যশোরের চৌগাছায় জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে দলিত নারী ফোরাম এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা ভাস্কর্য মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন (বি ডি ই আর এম) ও অশ্রুমোচন দুঃস্থ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানববন্ধনে এক আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও নির্যাতন প্রতিনিরোধ এবং আর্থসামাজিক উন্নয়নে ভূৃমিকা রাখছে। তাই জাতি সংসদে দলিত নারীদের
জন্য সংরক্ষিত মহিলা আসন থাকে তাহলে দলিত নারীর প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। বাংলাদেশের দলিত নারী সমাজের পক্ষে থেকে আমাদের দাবী জাতীয় সংসদে সংরক্ষিত আসনে দলিত নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এ সময় বুঝতে ছিলেন অশ্রুমোচন দুঃস্থ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শোভা রানী বৈড়ই,(বি ডি ই আর এম) উপদেষ্টা শ্যামল দত্ত, অশ্রুমোচন শিশু নারী উন্নয়ন সংস্থার প্রগামার অফিসার নাসির উদ্দীন, অশ্রুমোচন সংস্থার কো-অডিটর সুমিত্রা সরকার,আদিবাসী সংস্থার পক্ষ থেকে মিন্টু সরদার, নারী নেত্রী দীপা সরকার,অলোক কুমার দাস,অধির দাস সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিছিয়ে পড়াদলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।