Type to search

নড়াইল-০১ আসনে নৌকা পেয়ে মুক্তির হ্যাট্রিক

জেলার সংবাদ

নড়াইল-০১ আসনে নৌকা পেয়ে মুক্তির হ্যাট্রিক

নড়াইল প্রতিনিধি:::::

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তৃতীয় বারের মতো। তিনি চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কবিরুল হক মুক্তি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে যশোর-১২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রায়ত এখলাস উদ্দিন আহমেদের সন্তান। ছাত্রজীবন থেকেই কবিরুল হক মুক্তি রাজনীতিতে ছিলেন সক্রিয়। তিনি কালিয়া পৌরসভার দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকা কালেই ২০০৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে সতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে, প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলেও দ্বিতীয়বার ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোময়ন পেয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। টানা তিন বারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হ্যাট্টিক করলেন সংসদ সদস্য মুক্তি। আর চতুর্থ বারের মত সংসদ নির্বাচনে ভোটে লড়বেন তিনি। উল্লেখ্য, নড়াইল-১ আসন থেকে বি এম কবিরুল হক মুক্তিসহ ১১ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। সকলকে পেছনে ফেলে আবারও তিনিই হলেন নৌকার মাঝি।