Type to search

ত্যাগের ঈদ

সাহিত্য

ত্যাগের ঈদ

বিলাল মাহিনী
বছর ঘুরে আবার এলো
কুরবানির ঐ ঈদ
পশু জবাইয়ের সাথে যেনো
ধুয়ে যায় সব জিদ।
অভাবী-দুঃখীর মুখে ফোটে
এই দিন খুশির গীত
ধরাতে এসে উঁকি মারে যখন
কুরবানীর ঐ ঈদ।
কুরবানী তো ত্যাগের মহিমা
আল্লাহ পাকের তরে
মনের ভিতরে পশুত্ব যেনো
একেবারে যায় মরে।
কুরবানী নয় লোক দেখানো
সামাজিক কোনো রীতি
গরু-ছাগল নয় নিজেকে সপো
এটা আল্লাহর নীতি।
যা কিছু আছে তোমার আমার
অভাবীকে দিই ঢেলে
তাদের খুশির জন্য হে খোদা
দু’হাত ধরেছি মেলে।
লও হে প্রভু এই কুরবানী
আর অশ্রুর অঞ্জলি
আরও নাও এই ব্যথিত হৃদের
অব্যক্ত কথাগুলি।
সম্প্রীতি আর ভ্রাতৃত্ব নিয়ে
বাঁচুক সবাই বেশ
অভাবী-দুঃখী ভুলুক ব্যথা
গ্লানি দুঃখ ক্লেশ।