Type to search

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা সংবাদদাতা :
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধব ও বিক্ষোভ প্রদর্শন করেছে গণঅধিকার পরিষদ৷ ৯ মার্চ বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সমন্বয়ক তামান্না ফেরদৌস শিখা।

আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীম রেজা, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গনমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী আনসারী, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, আনিসুর রহমান মুন্না, যুব অধিকার পরিষদ খুলনা জেলার আহ্বায়ক আজিজুল ইসলাম, যুব মহানগর শাখার আহ্বায়ক বিল্লাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি, ছাত্র মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা আহ্বায়ক সোহেল ইমান, শ্রমিক মহানগর শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম।

পেশাজীবী অধিকার পরিষদ খুলনা বিভাগীয় আহ্বায়ক সরফরাজ আকবার, সদস্য সচিব শরিফুল ইসলাম, আলিফ সবুজ, সাইফ, আরমান, মনিরুল, আকাশ, আলম, শামীম, মিদুল, নয়ন, আশিক, সজিব, যুবনেতা ফিরোজ রেজা,মো রাজিব, আলমগীর হোসেন মুন্না,শরিফুল ইসলাম, আনিকা তাহসিন, আকবার হোসেন, রাজু হাওলাদার, রাফায়েত রুবেল, মনিরা কাজী আনিশা, মিশকাতুল ইসলাম মিজবাহ, নাজমুল হোসেন, ইমরান মৃধা, , নিশি, ওমর ফারুক, নুরু, আশিক বিল্লাহ, তরিকুল, হোসাইন, শাওন, আতিকুল ইসলাম, হামিদূর রহমাম রাজীব, আজিজ রুবেল, আব্দুর রহমান, নূর মোহাম্মাদ, সোহেল আহমেদ, মোঃ রাব্বি, সুজন, মনিরুল ইসলাম, নাজমুল হুদা নাহিদ, আবুল কালাম আজাদ, ফাতেমা ঋষা সহ সর্বস্তরের নেতাকর্মী।

এসময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সমালোচনা করতে গিয়ে বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে নিজেদের লুটপাটকে বৈধতা দেওয়ার জন্য সুকৌশলে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে৷ তাছাড়া গত ৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানান কেউ কেউ।

এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নাই। সাধারণ মানুষের দূর্দশার কথা উল্লেখ করে শিখা বলেন, অনতিবিলম্বে দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্র‍য়ক্ষমতার মধ্যে না আনলে অচিরেই সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সরকার পতনের একদফা আন্দোলন গড়ে তোলা হবে৷

তাছাড়া ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখার তিনশতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন৷ মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা ৷

সাজিদুল বাপ্পি
খুলনা

Next Up