Type to search

কন্ঠ ও নাট্য শিল্পী সুখেন বিশ্বাস চাষাবাদে বদলে ফেলেছেন নিজের ভাগ্য

কৃষি

কন্ঠ ও নাট্য শিল্পী সুখেন বিশ্বাস চাষাবাদে বদলে ফেলেছেন নিজের ভাগ্য

উদীচী অভয়নগর শাখার প্রতিষ্ঠাকালিন যুগ্ম সম্পাদক,খুলনা বেতারের রবীন্দ্র ,আধুনিক ও নাট্য বিভাগের নিয়মিত শিল্পী সুখেন বিশ্বাস মেধাবী কন্যা অতসী ও স্ত্রী সুমিকে নিয়ে কৃষি কাজ করে সুখে আছেন। তিনি বিগত ২ যুগ ধরে স্ট্রবেরি,পেয়ারা,কুল,লেবু,মালটা, মাছ চাষ করে আসছেন। গাছের কলপও তিনি বিক্রি করে লাভবান তিনি। ১৯৯৮,২০০২,২০২১ সালে শ্রেষ্ঠ চাষীর পুরস্কার পাওয়া সুখেন অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা। ২০১৯ সালে ৩ বিঘা নিজস্ব জমিতে সাড়ে ৪ শ’ মালটা লাগিয়ে ২য় বছরে সাড়ে ৩ লাখ টাকা নিট প্রোফিট পান। ৩য় বছরে ৮ লাখ ৩৪ হাজার টাকা খরচ খরচা বাদে লাভ করতে সক্ষম হন। তিনি আশা করছেন ৩য় বছরে মুনাফা লাভ করবেন ১২ লক্ষাধিক টাকা। তিনি এলাচি,থাই, চায়না-৩ জাতের লেবু চাষ করেছেন ৮ বিঘা জমিতে ১৯১৯ সালে। ১ম বছরে রোপণ,পরিচর্চা খরচ বাদে লাভ করতে পারেননি। ২য় বছরে ৬ লাখ,৩য় বছরে ১০ লাখ টাকার নিট লাভ করতে পেরেছেন। তিনি আশা করেন ১৫ বছর পর্যন্ত ফলন পাবেন। এ ছাড়া তিনি ১০ বিঘা জলাশয়ে তেলাপিয়া,সাদা মাছের চাষ করে লাভবান হয়েছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে চাষীরা তার কাছে কৃষি পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন। এলাকায় তিনি মডেল চাষী হিসাবে পরিগণিত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *