Type to search

দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু আজ

রাজধানী

দেশে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু আজ

অপরাজেয়বাংলা ডেক্স: রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে আজ। দুই ধাপে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে তিনটি কেন্দ্রেই।

কেন্দ্রগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

প্রথম ধাপে ফার্স্ট রান চালু হচ্ছে আজ। এর পর আরও সাত থেকে ১০ দিন সময় নিয়ে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জনকে ভ্যাকসিন দেয়া হবে। এই হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে বেছে নিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের এই ভ্যাকসিন দেয়া হবে। সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সাতদিন পর্যবেক্ষণের পর ফাইজারের টিকার স্বাভাবিক প্রয়োগ শুরু হবে। দ্বিতীয় ডোজ দেয়া হবে প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পর।সূত্র,ডিবিসি নিউজ