Type to search

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১,৬৬৬

জাতীয়

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১,৬৬৬

অপরাজেয় বাংলা ডেক্স
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৮৩৮ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২শ’ ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  নতুন ১ হাজার ৬শ’ ৬৬ জনসহ দেশে এ পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৭৭ হাজার ৫শ’ ৫৪ জন।  একদিনে দুই হাজার ৫শ’ ৫২ জন সুস্থ হয়েছেন।  মোট সুস্থ তিন লাখ ৯৫ হাজার ৯শ ৬০ জন।

আজ রবিবার (৬ই ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ই মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত ৬ হাজার ৮০৭ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২০৭ (৭৬ দশমিক ৪৯ শতাংশ) ও নারী এক হাজার ৬০০ জন (২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ‌বি‌শোর্ধ্ব একজন, চ‌ল্লিশোর্ধ্ব একজন, পঞ্চা‌শোর্ধ্ব নয়জন এবং ষা‌টোর্ধ্ব ২৪ জন। ২৪ ঘণ্টা মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুজন, খুলনা দুজন, বরিশাল দুজন, রংপুর তিনজন, সি‌লেট বিভা‌গের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।

সূত্র, DBC বাংলা