Type to search

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির চার দফা দাবিতে গণ স্বাক্ষর বিষয়ক মতবিনিময় সভা

অভয়নগর

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির চার দফা দাবিতে গণ স্বাক্ষর বিষয়ক মতবিনিময় সভা

 

 

অভয়নগর প্রতিনিধি: চার দফা দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আয়োজনে প্রধান মন্ত্রীর নিকট গণ স্বাক্ষর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে মশিয়াহাটী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী মাঘী পূর্ণিমার আগে বিল কপালিয়ায় টি আর এম চালুকরণের মাধ্যমে নদী রক্ষা ও উজানের নদী সংযোগ করতে হবে। আমডাঙ্গা খাল প্রসস্থ করতে হবে। বেঁচে থাকার জন্য এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের উপযুক্ত ক্ষতি পূরণ দিতে হবে। এ পর্যন্ত দুর্নীতি অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খাঁন, কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক অনিল বিশ^াস, শেখর বিশ^াস, জাহিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, মনিরামপুর উপজেলার আহবায়ক গাজী আব্দুল হামিদ, প্রভাষক কানূ বশ^াস,শিবপদ বিশ^াস, মানব মন্ডল, কিংকর বিশ^াস,প্রণয় চৌধূরি, রাজু আহমেদ প্রমুখ।