Type to search

জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

আন্তর্জাতিক

জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

অপরাজেয় বাংলা ডেক্স 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে জয়ের একেবারেই দ্বারপ্রান্তে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
ট্রাম্পের থেকে পেনসিলভেনিয়ায় প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে নিজের অবস্থান একেবারেই পাকা করে ফেলেছেন বাইডেন। বলা যায়, পেনসিলভেনিয়ার ২০টি ইলেক্টোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের টিকিট পেয়ে যাবেন তিনি।

এখন পর্যন্ত ২৫৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন বাইডেন। জর্জিয়ায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ১ শতাংশের কম হওয়ায় আইন অনুযায়ী পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঝুলে থাকা জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডাতেও এগিয়ে আছেন তিনি। আর নর্থ ক্যারোলাইনা ও আলাস্কাতেও শেষ হয়নি ভোট গণনা। এ দুটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। এ পর্যন্ত তার ঝুলিতে ২১৩ ইলেক্টোরাল ভোট।

এদিকে, বাইডেনের নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়া ঠিক হবে না বলে এক টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা তিনিও দিতে পারেন বলে মন্তব্য তার।

সূত্র, DBC বাংলা