Type to search

চৌগাছায় যথাযোগ্য মর্যদায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উদযাপন

রাজনীতি

চৌগাছায় যথাযোগ্য মর্যদায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উদযাপন

 

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ

যশোরের চৌগাছায় শহীদ জিয়ার ৪০ তম শাহাদৎ বর্ষিকী যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি নানা কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পাতাকা উত্তেলান, কালোব্যাজ পরিধান, কুরআর খতম, মিলাদ দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছেন, দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর সদরের একাধিক স্থানে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. মোঃ ইসাহক, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, মোবারক হোসেন, আনিছুর রহমান, বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, তরিকুল ইসলাম ডাবলু, আইনাল বিশ্বাস, সাইফুল ইসলাম সাহেব, দাউদ হোসেন, রফিউদ্দিন, হাবিবুর রহমান খোক, সিদ্দিকুর রহমান, আব্দুল হাই, আব্দুল মুজিদ, যুবনেতা আব্দুল মান্নান, সালাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম ওয়াসিম, কামরুল ইসলাম, রানা, আলীবুদ্দিন খাঁন, সামাউল ইসলাম, মঈনউদ্দিন, এম ফারুক আহমেদ, আলম দফাদার, নাজমুল ইসলাম, আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর, সাবেক সভাপতি সাইফারুজ্জামান সাইফার, সাধারণ সম্পাদক জাফর আলী, পৌর শাখার আহবায়ক কামারুল ইসলাম, সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুজ্জামান সোহাগ, মাসুম বিল্লাল, মোঃ শাহীন, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, ছাত্রনেতা হাকিম রেজা, মেহেরান হাসান জিতু, মোবারক হোসেন, রাকিব হাসান, জাকির হোসেন, জাহিদ হাসান, এনামুল কবির, আব্দুল্লাহ, বিএম বাবু, আজিমুল, ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর নেতৃবৃন্দ যুবদলের উদ্যোগে ভাস্কার্য মোড়, স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে হাইস্কুল সড়ক, ছাত্রদলের উদ্যোগে মেইন বাসষ্টান্ডে, পৌর বিএনপির উদ্যোগে মধুমতি ক্লিনিকের সামনে, কুঠিপাড়া মোড়, কংশারীপুর মসজিদের সামনে খাবার বিতরণ করেন। দুপুরের পরপরই নেতৃবৃন্দ উপজেলার প্রায় অর্ধশত স্থানে ও পৌরসভার বিভিন্ন এলাকাতে উপস্থিত হয়ে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন বলে জানান।