Type to search

চৌগাছায় আন্তর্জাািতক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস পালিত

চৌগাছা

চৌগাছায় আন্তর্জাািতক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

চৌগাছায় আন্তর্জাতিক বর্ন-বৈষম্য দিবস পালিত হয়েছে। ২১ শে মার্চ রোজ সোমবার সকাল ১০ টায় ভাস্কর্য মোড়ে বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম ) চৌগাছা শাখা ও অশ্রæমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এর যৌথ আয়োজনে আন্তর্র্জাতিক বর্ণ-বৈষম্য বিলৈাপ দিবস উদ্যাপন উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সমন্বয়ে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য রোধে শূন্য সহনশীলতা নীতিমালা গ্রহন ও প্রস্তাবিত বৈষম্য-বিলোপ আইন দ্রæত প্রণয়ন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনটি রুপালী বিশ্বাস, সভাপতি ,অশ্রæমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এর নেতৃত্বে দিবসের দাবীর পক্ষে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মি: শ্যামল দত্ত,উপদেষ্টা (বিডিআরইএম) চৌগাছা শাখা, আরও বক্তব্য রাখেন বিডিইআরএম চৌগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ- কিরোণ দাস, রেখা দাস,অমিত দাস, সুনিতা দাস , এবং সংস্থার মি: নাসির উদ্দিন,প্রোগ্রাম অফিসার, সুমিত্রা সরকার, কো-অর্ডিনেটর, সদয় দাস, একাউন্টস অফিসার । এসময় উপস্থিত নেতৃবৃন্দ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে উপস্থিত জনসাধারনের মধ্যে ৮ দফা দাবি উপস্থাপনসহ লিফলেট বিতরণ করেন এবং প্রস্তাবিত বৈষম্য-বিলোপ আইন দ্রæত পাশের জন্য সরকারের কাছে দাবি জানান ।