Type to search

চৌগাছায় বিনামূল্যে পাটবীজ পেল ১হাজার প্রান্তিক কৃষক

জাতীয়

চৌগাছায় বিনামূল্যে পাটবীজ পেল ১হাজার প্রান্তিক কৃষক

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ

২০২৩-২৪ অর্থবছরে খরিপ -১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যশোরের চৌগাছায় প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০০০ কৃষকের মাঝে বিনা বিনামূল্য পাটের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টায় কৃষি অফিস চত্ত্বরে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা শামীম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, তাপস ঘোষ, বিশ্বজিৎ রায়, রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১০০০ জন কৃষক- কৃষানীর মাঝে উন্নতমানের পাট বীজ দেওয়া হয়। এবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ২১০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের
সক্ষম হবে আাসা করেন উপজেলা কৃষি অফিসার।