Type to search

চুয়াডাঙ্গায় গৃহহীনদের মধ্যে ঘরের চাবি প্রদান

জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় গৃহহীনদের মধ্যে ঘরের চাবি প্রদান

 

অপরাজেয় বাংলা ডেক্স

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৩৪ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে জমির কাগজ ও বাড়ির চাবি প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম খোকন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক , সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও মুন্সী  আলমগীর হান্নান।
আশ্রয়ন প্রকল্প-২ আওতায় জেলার চারটি উপজেলায় ১৩৪ পরিবারের মধ্যে বাড়ির চাবি ও দুই শতক জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। সদর উপজেলায় ৩৪টি, আলমডাঙ্গা উপজেলায় ৫০টি,দামুড়হুদা উপজেলায় ৩২টি এবং জীবননগর উপজেলায় ১৮টি পরিবার রয়েছে। এসব বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।
মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় ঘর পাবে এক হাজার ১৩১টি পরিবার। সূত্র, সুবর্ণভূমি