Type to search

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১জন আলমসাধু চালক নিহত

চৌগাছা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১জন আলমসাধু চালক নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ট্রাকের সাথে আলমসাধুর ধাক্কায় আছর উদ্দিন (৩৫) নামে আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে বসবাস করতেন।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে শহরের ডিভাইন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আছর উদ্দিন নিজের আলমসাধু (স্থানীয় ইঞ্জিন চালিত যান) চালিয়ে যশোর থেকে চৌগাছা হয়ে নিজ বাড়ি হাজরাখানা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের সরকারী হাসপাতাল সংলগ্ন ডিভাইন সেন্টারের সামনে পৌঁছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে আলমসাধু চালক বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থানান্তর করেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স যোগে যশোর নেয়ার পথে সলুয়া বাজার পৌঁছালে রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। পুলিশি ঝামেলার ভয়ে তার আত্মীয়স্বজন মৃতদেহ যশোর হাসপাতাল বা চৌগাছা থানায় না নিয়ে গ্রামের বাড়ি হাজরাখানা নিয়ে যান। রাত ১১টায় তার পরিজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ সমাহিত করার অনুমতির জন্য চৌগাছা থানায় অবস্থান করছিলেন।