Type to search

খুলনায় আর্মড পুলিশের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায়

খুলনা

খুলনায় আর্মড পুলিশের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায়

 

 

 

অপরাজেয় বাংলা ডেক্স- খুলনায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনি খাবার হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা কওে তা আদায় করেছে। বুধবার সকালে সোনাডাঙ্গা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩ আর্মড ব্যাটেলিয়ান শিরোমন এর সহকারি পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল স্বাক্ষরিত এক প্রেসবার্তা মারফতে জানা গেছে, এপিবিএন খুলনা এর অপস্ এন্ড ইন্টেলিজেন্স টীমের এসআই(নিরস্ত্র) মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বাধীন ফোর্সের সমন্বয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মোবাইলকোর্ট পরিচালনাকালে (১) সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক মোঃ ইমরান শেখ, পিতা-মোঃ ইনছাপ আলী, সাং-নিরালার মোড়, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা লংঘন করে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করার অপরাধে ১০,০০০/- (দশ হাজার) টাকা (২) জম জম মিষ্টি ঘর এর মালিক মোঃ জাকির হোসেন, পিতা-আবুল হোসেন, সাং-নাজির ঘাট, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা’কে একই অপরাধে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং (৩) ছাল ছাবিল মিষ্টি ঘর এর মালিক মোঃ সোহাগ হোসেন, পিতা-হজরত শরদার, সাং-নাজির ঘাট, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা’কে একই অপরাধে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। সর্বমোট ০৩ টি প্রতিষ্ঠানে ৫০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। যাহা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় অভিযোগ নম্বর যথাক্রমে-৪০, ৪১ ও ৪২/১৯, তারিখ-২৪/০৭/২০১৯ খ্রিঃ।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *