Type to search

কোতয়ালী থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার

অপরাধ

কোতয়ালী থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার

যশোরে কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সুমনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে কোতয়ালী মডেল থানাধীন টিবি ক্লিনিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল বেলাল হোসাইন, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই সালাউদ্দিন খান, এসআই জয়ন্ত সরকার, এসআই আনসারুল হক, এসআই আলিমুজ্জামান গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার সকালে কোতয়ালী মডেল থানাধীন টিবি ক্লিনিক এর পিছনে জনৈক প্রশান্ত এর পরিত্যক্ত জায়গার উত্তর পাশের সীমানার প্রাচীরের পাশ হতে টিবি ক্লিনিক মোড় এলাকার বাবুর ছেলে তালিকাভুক্ত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটো সুমন ওরফে ইমন কে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন পুলিশ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজি মামলা ২টি, মাদক মামলা ২টি ও বিভিন্ন ধরনের মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে।