Type to search

‘পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে’

জাতীয়

‘পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে’

অপরাজেয় বাংলা ডেক্স
কোনও পুলিশ সদস্য অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এ সময় তিনি আরও বলেন, ‘কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এছাড়া কেউ যদি পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে কোনও অপকর্মে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান।

পুলিশ বাহিনীতে কোনও মাদকাসক্ত সদস্য থাকতে পারবে না উল্লেখ করে আইজিপি বলেন, ‘মাদকাসক্ত পুলিশ সদস্যদের স্থায়ী বরখাস্ত করা হবে।তাদের পুলিশ বাহিনী থেকে বের করে দেয়া হবে।’সূত্র, DBC বাংলা