Type to search

করোনা আক্রান্ত রোগীর সঙ্গে খাওয়া-দাওয়া, ঘুম স্বজনদের

জেলার সংবাদ

করোনা আক্রান্ত রোগীর সঙ্গে খাওয়া-দাওয়া, ঘুম স্বজনদের

অপরাজেয়বাংলা ডেক্স: করোনা আক্রান্ত রোগীর সঙ্গে বসে চলছে খাওয়া-দাওয়া, এমনকি রোগীর বিছানাতেই ঘুমাচ্ছেন অনায়াসে।

করোনা আক্রান্ত রোগীকে দেখতে প্রতিদিন হাসপাতালে আসছেন স্বজনরা। কোনও সতর্কতা ছাড়াই রোগীর সঙ্গে একসাথে বসে করছেন খাওয়া-দাওয়া। রোগীর বিছানাতেও ঘুমাচ্ছেন অনায়াসে। এরপর হাসপাতাল ঘুরে সেই স্বজনটি বাইরে বের হয়ে মিশছেন অন্যদের সঙ্গে। করোনার বিশেষায়িত হাসপাতালে রোগী ও স্বজনদের এমন ঘটনা নিত্যদিনের। চুয়াডাঙ্গা ১৫০ শয্যা বিশেষায়িত হাসপাতালে রোগী ও স্বজনদের এমন অসচেতনতায় আতঙ্কিত স্থানীয়রা।

রোগীর স্বজনদের দাবি, হাসপাতালে জনবল সংকটের কারণে নিরুপায় হয়ে একসাথে থাকতে হচ্ছে।

করোনা ইউনিট সংরক্ষিত হলেও তা মানছে না স্বজনরা, বলছে স্বাস্থ্য বিভাগ। তবে, অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সিভিল সার্জন।

জেলায় করোনা শনাক্তের হার ৩৫ এর কোটায়। এরপরও রোগী ও স্বজনদের এমন উদাসীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, বলছেন চিকিৎসকরা। রবিবার পর্যন্ত জেলায় ৪ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৭ জনের।সূত্র,ডিবিসি নিউজ