Type to search

উৎসাহ-উদ্দীপনায় যশোরে দ্বিতীয়দিনের টিকা গ্রহণ চলছে

যশোর

উৎসাহ-উদ্দীপনায় যশোরে দ্বিতীয়দিনের টিকা গ্রহণ চলছে

 

অপরাজেয় বাংলা ডেক্স : উৎসাহ-উদ্দীপনার মধ্যেই যশোরে দ্বিতীয়দিনের মত চলছে করোনা টিকা প্রদানের কাজ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে যশোর জেনারেল হাসপাতালসহ জেলার ১২টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে টিকা কার্যক্রম। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত লোকজন সকাল থেকে টিকা গ্রহণ করছেন এবং টিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
যশোরের সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রোববার সন্ধ্যা পর্যন্ত যশোরে ৬ হাজার ৩৮৯জন ভ্যাকসিনের জন্যে রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৩ হাজার ৭৪০জন, অভয়নগরে ২৫৬জন, বাঘারপাড়ায় ২০৬জন, শার্শায় ১০০৯জন, ঝিকরগাছায় ২২২জন, চৌগাছায় ২৩৭জন, কেশবপুরে ২৭৪জন ও মণিরামপুর উপজেলায় ৪৪৫জন রেজিস্ট্রেশন করেছেন। যশোর সদরে ৫টিসহ মোট ১২টি স্বাস্থ্যকেন্দ্রে আজ ১২শ’জনকে টিকা প্রদানের প্রস্তুতি রয়েছে।
এদিকে, আজ সকালে যশোর জেনারেল হাসপাতালে বিজিবি সদস্যসহ সাধারণ মানুষ বেশ উৎসাহ নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন। কোনো প্রকার জটিলতা ছাড়াই টিকা নিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন টিকাগ্রহণকারীরা। একইসাথে সকলকে এ টিকা নেওয়ার আহবান জানিয়েছেন তারা।
আফরোজা বেগম নামে একজন টিকা গ্রহণকারী বলেন, আমি গতকাল রেজিস্ট্রেশন করি। রাতেই টেক্সট পাই টিকা গ্রহণের। এরপর আজ সকালে যশোর জেনারেল হাসপাতালের বুথে এসে টিকা নিয়েছি। টিকা গ্রহণে কোনও ভয় লাগেনি। এছাড়া শারীরিকভাবে সুস্থ আছি। আমি মনে করি, সবার এ টিকা নিয়ে সুস্থ জীবনযাপন করা উচিৎ।
রোকেয়া খানম নামে অপর একজন বলেন, রেজিস্ট্রেশনের একদিনের মধ্যে টিকা নিতে পেরে ভালো লাগছে। এতদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলাম না। টিকা নিয়েছি, একমাস পরে দ্বিতীয় ডোজও নেবো যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। নিজের স্বার্থে প্রত্যক্যের এ টিকা নেয়া উচিৎ।
আব্দুল মজিদ নামে একজন শিক্ষক জানান, সরকার এত দ্রুত টিকার ব্যবস্থা করেছে এ জন্য সাধুবাদ জানাই। টিকা নিয়ে ভালো আছি। গুজবে কান না দিয়ে সকলকে এ টিকা নিতে বলব।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, গতকাল শুরু হওয়া এ টিকা কার্যক্রম প্রথম পর্যায়ে টানা ১২দিন চলবে। এর এক মাস পর দ্বিতীয় পর্যায়ের টিকা কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছে তাদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখ দেয়নি বলে জানান তিনি। সূত্র, সুবর্ণভূমি