Type to search

যশোরে আরো ১৯ করোনা পজেটিভ

যশোর

যশোরে আরো ১৯ করোনা পজেটিভ

 

 

অপরাজেয় বাংলা ডেক্স : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এর সবগুলোই যশোরের।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, গেল রাতে তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১১৩টি, মাগুরার ৬৬ এবং ঝিনাইদহের দুটি নমুনা ছিল।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, যশোরের নমুনাগুলোর মধ্যে ১৯টি পজেটিভ রেজাল্ট দেয়। মাগুরা ও ঝিনাইদহের সবগুলো নমুনাই নেগেটিভ ছিল।
গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এসব নমুনা বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছিল বলে জানান ড. শিরিন নিগার।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৭৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে চার হাজার ৫৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫৮ জন। সূত্র, সুবর্ণভূমি