Type to search

ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর

অপরাধ

ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১৮/০৫/২২ খ্রিঃ তারিখ ১৭.২০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৩নং ইসালী ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুরুইডাঙ্গা এনায়েতপুর নিবাসী জনৈক মোঃ আকামত আলী এর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ১৮/০৫/২০২২ তারিখ সময় ১৭.৪৫ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মহিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আব্দুল খালেক, মাতা- মোসাঃ শামনুর নাহার, সাং- সুরুইডাঙ্গা এনায়েতপুর ৫নং ওয়ার্ড, ৩নং ইসালী ইউনিয়ন, ২। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত আসমত গাজী, মাতা- মোসাঃ সুখ জাহান বিবি, সাং- মুড়লী খাঁপাড়া ৩নং ওয়ার্ড, রামনগর ইউনিয়ন, উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরদ্বয়’কে ধৃত করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়কে তল্লাশী করে ১নং আসামী মোঃ মহিদুল ইসলাম (৩০), এর নিকট হতে ৭০ পিস ও ২নং আসামী মোঃ রফিকুল ইসলাম (৩৮) এর নিকট হতে ৬১ পিস মোট (৭০+৬১) = ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
জব্দকৃত আলামত সহ আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *