Type to search

আটকে আছে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ কেন্দ্রের কাজ

যশোর

আটকে আছে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ কেন্দ্রের কাজ

অপরাজেয় বাংলা ডেক্স

নানা জটিলতায় আটকে আছে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের কাজ।

সেন্ট্রাল অক্সিজেন ও মনিটরের মতো প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় ৮ মাসেও চালু করা সম্ভব হয়নি আইসিইউ ওয়ার্ডটি।

শীতের শুরুতে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় নানা নির্দেশনাও দেয়া হচ্ছে। কিন্তু সংক্রমণ শুরুর আট মাস পরও যশোরের আড়াইশ শয্যা হাসপাতালের আইসিইউ ওয়ার্ড চালু হয়নি।

অবকাঠামোগত কাজ শেষ হলেও প্রয়োজনীয় মনিটর, শয্যা এবং সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা না থাকায় আটকে আছে আইসিইউটি চালুর কাজ।

গত ৮ মাসে করোনা আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার রোগী। এদের মধ্যে মারা গেছেন ৫১ জন। শীতের শুরুতে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর চাপ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা দিলীপ কুমার রায় বলছেন, যেভাবে কাজ চলছে তাতে অল্প কিছুদিনের মধ্যে আইসিইউ ওয়ার্ড চালু করা সম্ভব হবে।

করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালেতে আইসিইউ চালুর দাবি যশোরবাসীর।

সূত্র, DBC বাংলা