Type to search

আজ কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ(ইবাইস আমান)-এর ৫৫তম জন্মবার্ষিকী

সাহিত্য

আজ কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ(ইবাইস আমান)-এর ৫৫তম জন্মবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড.আমানউল্লাহ(ইবাইস আমান)-এর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় যশোর ইনিন্সটিটিউটের সি আর সি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন।
প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক ও গবেষক ড.সন্দীপন মল্লিকসহ আলোচনা করেন সংগীতজন আশরাফ হোসেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, এম এম কলেজের উপাধ্যক্ষ ড.আবুবক্কার সিদ্দিকী, লেখক গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, সমাজ সেবক শাহিন চৌধুরী, এম এম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এফ এম আব্দুর রাজ্জাক, কবি ড.শাহনাজ পারভীন, শাহজাহান কবীর, শাহাদৎ হোসেন, আবু আলিম,রেহমান আজিজ,একরামুল কবির ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
কবির জীবনী পাঠ করেন সিরাজুম মুনিরা শাম্মি, আবৃত্তি করেন শ্রাবনী সুর, হামিদা হিমু,সুমন রেজা ও নাজমুন নাহার রিনু। সংগীত পরিবেশন করেন ডাঃ আহসান কবির, মিসেস আহসান কবির, শচিন বর্মণ, নিতু কুন্ডু প্রমুখ।
বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং কেক কেটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।