Type to search

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের ওপরে বাংলাদেশ

জাতীয়

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের ওপরে বাংলাদেশ

অনলাইন ডেক্স :

গতকাল মঙ্গলবার ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে সুখবরই পেল বাংলাদেশ। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল। এ র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান সপ্তম।

কিছু দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জেতাটা দারুণ এক অর্জনই। তারই ফল হাতে হাতে পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবারই লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানে হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি। এই হারেই রেটিং পয়েন্ট কিছুটা কমেছে পাকিস্তানের। ৩৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। পাকিস্তানের ২৮ ম্যাচে ৯৩ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

য়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দল নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে সুপার লিগের শীর্ষ দল অবশ্য এ মুহূর্তে বাংলাদেশ। ১৮ ম্যাচের ১২টি জিতে বাংলাদেশের পয়েন্ট এখন ১২০। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৫ ম্যাচে ৯৫।

সূত্র : প্রথম আলো