Type to search

অভয়নগরে শত্রুতা বশত দরিদ্র কৃষকের বরজ বিনষ্ট

অভয়নগর

অভয়নগরে শত্রুতা বশত দরিদ্র কৃষকের বরজ বিনষ্ট

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে শত্রতা বশত দুইজন দরিদ্র কৃষকের ১৬ কাঠা জমিতে স্থাপিত পানের বরজ বিনষ্ট করেছে অজ্ঞত একটি দুষ্কৃত চক্র। গত ২৮ জুন ভোর ৫টায় পান বরজের খুুটির সমুদয় বাঁধন কেটে দিয়ে এ ক্ষতি করে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম তরিবর রহমান(৪০) ও আজিবর রহমান(৪৫) তারা ওই গ্রামের মৃত হাজের গাজির ছেলে ও সম্পর্কে এক অপরে আপন ভাই। এ ঘটনার তিন মাস আগে ওই চক্রটি বিষ পান করিয়ে তরিবর রহমানের দুইটি গরু হত্যা করেছিলো।সবকিছু মিলে আজিবর রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ ও ভূক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা গেছে, আজিবর রহমান ও তবিবর রহমান এলাকার দরিদ্র কৃষক। পান ও তরকারি চাষ করে ছেলে মেয়ের লেখাপাড়া ও তাদের সংসার চলে। গত জুন মাসে অজ্ঞতনামা ব্যক্তিরা বড় ভাই তবিবর রহমানের দুইট এড়ে গরুকে বিষ পান করিয়ে হত্যা করে। যার আনুমানিক মূল্য ছিলো আড়াই লাখ টাকা, ফের ২৮ জুন ওই চক্রটি দুই ভাই মিলে ১৬ কাঠা জমির ওপর স্থাপিত পানের বরজের খুটির তার কেটে দেয়। দুর্যোগ পূর্ণ দমকা হাওয়ার তোড়ে ওই বরজের সমুদয় পান গাছ মাটিতে পড়ে বিনষ্ট হয়। এতে তাদের পাচ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আজিবর রহমান বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।