Type to search

মাস্ক ছাড়া দোকানে সেবা না দেয়ার আহ্বান মালিক সমিতির  

জাতীয়

মাস্ক ছাড়া দোকানে সেবা না দেয়ার আহ্বান মালিক সমিতির  

আজ থেকে মাস্ক ছাড়া দেশের কোনো দোকানে সেবা না দেয়ার আহ্বান জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা।

রবিবার দুপুরে, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। এ সময় ৫০ লক্ষ টাকা টার্নওভার সীমা পর্যন্ত ভ্যাটের আওতামুক্ত রাখান আইন পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

করোনার কারণে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের দেয়া ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তাদের তেমন সুবিধা দিতে পারেনি। এসব শিল্পকে উজ্জিবিত করতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণের হারকে হতাশাব্যাঞ্জক বলে উল্লেখ করেন দোকান মালিকদের নেতারা। নতুনদের ব্যবসায় আসার জন্য পথ খুলে দেবার জন্য অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।

অতিক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের প্রণোদনা ঋণ পাবার জন্য বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স সার্কুলার প্রত্যাহারেও দাবি জানান দোকান মালিক সমিতি। এছাড়াও, মাস্কবিহীন সেবা না দেবার অনুরোধ করা হয়।

সূত্র, DBC বাংলা