Type to search

অভয়নগরে নতুন ধরনের করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউন আসছে

অভয়নগর

অভয়নগরে নতুন ধরনের করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউন আসছে

স্টাফ রিপোর্টার : নতুন ধরণের করোনা সংক্রমনের বিস্তার রোধ করতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে এক জরুরী মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা মিলানায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মিনারা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী,অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়পাড়ার সার, সিমেন্ট. কয়লা ও খাদ্য ব্যবসায়ী নেতা শাহ জালাল হোসেন, আব্দুল গণি সরদার, জাহাঙ্গীর হোসেন, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও উপজেলার গুরুত্বপূর্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় নতুন ধরনের করোনা মোকাবেলায় সংখ্যাগরিষ্ট ব্যক্তিগণ অভয়নগর উপজেলার সর্বত্র এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মতামত ব্যক্ত করেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লকডাউন বাস্তবায়ন করা হবে। এর মধ্যে মাক্স পরিধান করা ও সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর অভিযান পরিচালনার কথা তিনি ব্যক্ত করেন। অভয়নগরে ঈদের পর থেকে করোনা রোগী বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্ল্ক্সে থেকে পাঠানো নমুনায় আজ মঙ্গলবার ১১ জনের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এছাড়া ধারাবাহিক রিপোর্টে দেখা যায়,গত শনিবার ১১ জন, রোববার ৯ জন সোমবার ২ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। বর্তমানে এ উপজেলায় ৪৮ জন করোনা রোগী আছে। এর মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা হোম করেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত উপজেলায় ৬১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন। বাকিরা সুস্থ্য হয়েছেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রনালয় প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক ভাবে ছড়িয়েপড়া নতুন ধরনের করোনা প্রতিরোধ করার জন্য উদ্যোগ গ্রহন করেছে। এর প্রেক্ষিতে সীমান্তবর্তী ১০টি জেলা সমুহ যথা যশোর, খুলনা, বাগেরহাট সাতক্ষীরা,চাপাইনবাবগঞ্জ,রাজশাহী, নাটোর,নওগাঁ, কক্সবাজার ও নোয়াখালী জেলায় করোনার উর্ধগতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে।