Type to search

অভয়নগরে দুর্গা পুজা উপলক্ষে আরশাদ পারভেজের পক্ষে বস্ত্র বিতরণ অব্যহত

ধর্ম

অভয়নগরে দুর্গা পুজা উপলক্ষে আরশাদ পারভেজের পক্ষে বস্ত্র বিতরণ অব্যহত

স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের পক্ষ থেকে ৪০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।  গতকাল মঙ্গলবার বিকালে নওয়াপাড়া পৌরসভা সংলগ্ন আরশাদ পারভেজের রাজনৈতিক কার্যালয়ে এ বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আঃ রউফ মোল্যা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক সরদার আনোয়ার হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু, চলিশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন শেখ, তাঁতীলীগ নেতা সোহেল খানসহ অন্যন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন। প্রধান অতিথি আঃ রউফ মোল্যা তার বক্তব্যে বলেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। অভয়নগরের ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক নেতা ব্যক্তিগত অর্থায়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করছেন। যার কাছে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। পরে গরীব দুঃখী অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। পুজা উপলক্ষে নতুন কাপড় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক মানুষ। উল্লেখ্য শারদীয় দুর্গাপুজা উপলক্ষে এ পর্যন্ত অভয়নগরের ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ হাজার মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।