Type to search

অভয়নগরে কর্মরত অবস্থায় ৫তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অভয়নগর

অভয়নগরে কর্মরত অবস্থায় ৫তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নওয়াপাড়া অফিস:

যশোর জেলার অভয়নগর উপজেলায় ৯তলা নির্মানাধীন ভবনে কাজ করার সময় সাততলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার(৮/১০/২২) দুপুরে নওয়াপাড়ার স্টেশনবাজারের মেসার্স ব্রাদার্স কর্পোরেশনের ভবনে এঘটনা ঘটে।
ওই নির্মাণ শ্রমিকের নাম তরিকুল ইসলাম(৩৫)। সে যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামের সোহরাব হোসেনের ছেলে, ফুলতলা উপজেলার যুগ্মিপাশা গ্রামে শ^শুর বাড়িতে স্ত্রী ও দুই শিশু পুত্র নিয়ে বসবাস করত।
জানা গেছে, উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স ব্রাদার্স করপোরেশনের নয়তলা বিশিষ্ট ভবনে প্রতিদিন ২৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করে। তরিকুল ইসলাম ওই ভবনে দীর্ঘ দিন যাবৎ রাজমিস্ত্রীর সহকারি হিসাবে কাজ করে আসছিলো। ওই ভবনের লেবার ঠিকাদার শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর দেড়টার সময় তরিকুল ইসলাম সাততলায় কাজ করার সময় হঠাৎ ভবন থেকে নিচে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তরিকুলের স্ত্রী সাথী খাতুন বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো শনিবার সকালেও নওয়াপাড়ায় কাজে আসে। দুপুরে খবর আসে সে ছাদ থেকে পড়ে গেছে। হাসতালে এসে ওকে মৃত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখি। তিনি আরো বলেন, আমরা খরচ বাচানোর জন্য পিতার বাড়িতে বসবাস করতাম। সংসারে আমার ৯ বছর ও ৬ বছর বয়সী দুইজন পুত্র সন্তান রয়েছে।

অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন,‘ ‘হাসপাতালে তরিকুল নামের এক শ্রমিককে মৃত্যু অবস্থায় আনা হয়েছিল। তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।’
মেসার্স ব্রাদার্স করপোরেশনের সত্ত¦াধিকারী শাহ জালাল হোসেন বলেন,‘ ভবনের সাততলায় কাজ করার সময় ভবন থেকে রাজমিস্ত্রির হেলপার তরিকুল নিচে পড়ে যায়। সাথে সাথে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।’
অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ‘ছাদ থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছে এমন একটি খবর শুনেছি কিন্তু কেউ অভিযোগ করতে থানায় আসেনি।’