Type to search

উপকূলীয় এলাকায় ৬ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

জাতীয়

উপকূলীয় এলাকায় ৬ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

অপরাজেয়বাংলা ডেক্স: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে দেশের উপকূলীয় জেলা, চর ও দ্বীপে বইছে ঝোড়ো হাওয়া।

দেশের সমুদ্রবন্দরগুলাকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সারা দেশে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল।

ঘূর্ণিঝড় অতিক্রমকালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রামের জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিসহ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অস্বাভাবিক জোয়ারে ৩ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।সূত্র,ডিবিসি নিউজ