Type to search

অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

অভয়নগর

অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

বিলাল মাহিনী : যশোর জেলার অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে কোভিড ১৯ এর ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগস্ট শনিবার সকালে উপজেলার সব কয়টি ইউনিয়নের মতো বাঘুটিয়া ইউনিয়নে করোনা টিকা দান শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন ৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবু অরূপ কুমার নস্কর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবু বিশ্বেশ্বর মণ্ডল, ইউনিয়ন ভূমি অফিসার মফিজুর রহমান মোল্যা, রেড ক্রিসেন্ট বাঘুটিয়া টিম লিডার সাংবাদিক বিলাল হোসেন মাহিনী, ইউপি সদস্য ওসমান আলী, টিকাদান কর্মীর টিম লিডার দূর্গা রানী দাস, উপজেলা রেড ক্রিসেন্ট এর বাঘুটিয়া টিমের সদস্য লিমা খাতুন, মিরাজুল ইসলামসহ স্থানীয় পুলিশ ফাড়ির সদস্যবৃন্দ, আনসার বাহিনীর সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মচারীগণ। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার জানান, আজ অত্র ইউনিয়নে ৪’শ পুরুষ ও ২’শ মহিলাকে ভ্যাকসিন দেয়া হবে। এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।