Type to search

নবান্নের ডাক

সাহিত্য

নবান্নের ডাক

বিলাল মাহিনী
ফসলের ঋতু হেমন্তে আজ
বায়ু বহে উন্মনা
চাষির উঠোনে ছড়িয়ে আছে
নানান শস্যকণা।
হৈম এসেছে তাইতো এ মন
চায় না থাকতে ঘরে
হৃদয় আমার যায় চলে যায়
শিশির ভেজা প্রান্তরে।
হেমন্ত এলে মন মানে না
ছুটে যায় কাশবনে
হাসপাখিরা ডুবছে জলে
খেলছে আপন মনে।
ভোরের নদীর তীর ভরে থাকে
কুয়াশার ধূসরতা
আড়ালে দেখো পক্ষী ছানারা
চুপিচুপি বলে কথা।
নীলাম্বরা কুয়াশা গিলে
সূর্য ছড়ায় আলো
কী চমৎকার আলোকছটা
দেখতে লাগে ভালো।
মাঠ ভরা ঐ সরিষা হলুদ
মনটা রাখে টেনে
ঝরা ধান খেতে পাখিরা সব
ছুটছে নিয়ম মেনে।
কলসি ভরা খেজুর রসে
জ্বলছে চুলোয় হাঁড়ি
খেজুর গুড় আর পিঠা পায়েসে
মৌ মৌ সারাবাড়ি।
শুভ নবান্ন নিয়ে হেমন্ত
এলো আবার ফিরে
হলুদ কুসুম শস্য ঘ্রাণে
সব জরা যাক ঝরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *