Type to search

অভয়নগরে হাসপাতাল সড়কের ফুটপাথ উচ্ছেদ করে যানজট নিরসনের দাবি

অভয়নগর

অভয়নগরে হাসপাতাল সড়কের ফুটপাথ উচ্ছেদ করে যানজট নিরসনের দাবি

উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, যানজট নিরসনের জন্য পৌরসভার মেয়রকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্স ও ক্লিনিক পাড়ার যানজট নিরসনের জন্য এবার ব্যবসায়ীরা মাঠে নেমেছেন। তারা সড়কের ফুটপাথের স্থাপিত অবৈধ দোকানপাট ও সড়কের পাশের স্থায়ীদোকানীদের দোকান বর্ধণ করে দখলী ফুটপাথ উচ্ছেদের জন্য গত বুধাবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণ আবেদন করেছেন।
তারা আবেদন পত্রে উল্লেখ করেছেন, সড়কের পাশের অনেক দোকানী তাদের দোকানের সামনে টিনের চালা নির্মান করে ফুটপাথ দখল করেছেন। আনেকে তাদের দোকানের সামনে ফুটপাথ ভাড়া দিয়েছেন। এ ছাড়া রাস্তার দুপাশে ১০/১২টি যানবাহনের স্টান্ড বসিয়ে এ যানজটের সৃষ্টি করছে। যানজটের কারনে হাসপাতাল ও ক্লিনিকে রোগী পরিবনের সমস্যা হচ্ছে। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা যানজটের নিরসনের দাবিতে গণ আবেদন করেন। এ সময়ে উপস্থিত সাংবাদিদের কাছে এক সাক্ষাতকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বলেন, যানজট নিরসনের জন্য পৌরসভার মেয়রকে উদ্যোগ গ্রহণ করতে হবে। পৌরসভা উদ্যোগ নিলে আমি ফুটপাথের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আইনী ব্যবস্থা গ্রহণ করবো। গণ আবেদন জমাদেওয়ার সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শহিদুল হক, নাসির উদ্দিন, ইমরুল ইসলাম, ইসতিয়াক হোসেন আরিফ হোসেন, বিশ্বজিত, অলোক সরকারম, তুলশি পাল প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *